বগুড়ায় মায়ের বাড়িতে হলায় ওড়রা পেঁচিয়ে শাহরান তারতিলা পামি (৩৭) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি জয়পুরহাট জেলার কালাইয়ের হারুঞ্জা এলাকার শেখ মাহমুদুলের স্ত্রী। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে মালতীনগরে মায়ের বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনের পর ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বগুড়া পুলিশ মিডিয়া বিভাগের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।
তিনি আরো বলেন, আমরা জেনেছি পামির স্বামী বগুড়া জেলা কারাগারে রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মৃত্যুর কারণ জানার জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Posted ৬:২২ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin