বগুড়ার সোনাতলায় বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সোনাতলা থানার কাতলাহার ও মধুপুর গ্রামে বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন কাতলাহার গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে সুমন চন্দ্র রায় (১৭), মধুপুর গ্রাামের মৃত সাদেক আলীর সিদ্দিক হোসেন (৩৫) ও তার ছেলে সিয়াম হোসেন (১০)।
জানা গেছে, সোমবার সকাল ৯ টার দিকে বৃষ্টির মধ্যে কাতলাহার গ্রামের পার্শ্বে বুড়ার দহ খালে ব্রীজের নীচে মাছ ধরছিল সুমন চন্দ্র রায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে বেলা ১২ টার দিকে সোনাতলা থানার মধুপুর গ্রামের মাটিয়ালির বিলে মাছ ধরছিল সিদ্দিক ও তার ছেলে সিয়াম। এসময় বজ্রপাতে দুজনেই আহত হয়। তাদেরকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বগুড়ার সোনাতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন জানান নিহত তিনজনের মরদেহ পরিবারের ক্ছে হস্তান্তর করা হয়েছে।
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin