বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের গ্রুপ পর্ব। সেরা চার দলকে নিয়ে এবার হবে প্লে-অফ রাউন্ড। সোমবার (১৪ ডিসেম্বর) থেকে শুরু হবে এই রাউন্ড। যেখানে শিরোপার জন্য লড়বে গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা, বেক্সিমকো ঢাকা এবং ফরচুন বরিশাল।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের গ্রুপ পর্বে সিনিয়র খেলোয়াড়দের পাশাপাশি ব্যাটে-বলে আধিপত্য বিস্তার করেছেন নবীন ক্রিকেটাররাও। ব্যাট হাতে সবচেয়ে সফল গাজী গ্রুপ চট্টগ্রামের ওপেনার লিটন দাস। ৭ ম্যাচে তিনি রান করেছেন ৩০৬। লিটনের পর দ্বিতীয় স্থানে রয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ৮ ম্যাচে তার রান ৩০২।
সমানসংখ্যক ম্যাচে এক রান কম রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তালিকার চার নম্বরে রয়েছেন গাজী গ্রুপ চট্টগ্রামের আরেক ওপেনার সৌম্য সরকার। ৮ ম্যাচে ২৫৩ রান করেছেন সৌম্য। তালিকার পাঁচ নম্বরে রয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। ৮ ম্যাচে তার রান ২৪৩।
সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক:
নাম ইনিংস রান সর্বোচ্চ
লিটন দাস ৭ ৩০৬ ৭৮*
তামিম ইকবাল ৮ ৩০২ ৭৭*
নাজমুল হোসেন শান্ত ৮ ৩০১ ১০৯
সৌম্য সরকার ৮ ২৫৩ ৬৩
নাঈম শেখ ৮ ২৪৩ ১০৫
এদিকে, বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন গাজী গ্রুপ চট্টগ্রামের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ৭ ম্যাচে তার শিকার ১৬ উইকেট। ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে ফরচুন বরিশালের বোলার কামরুল ইসলাম রাব্বি আছেন দুইয়ে। ১৩টি করে উইকেট নিয়েছেন জেমকন খুলনার শহিদুল ইসলাম ও বেক্সিমকো ঢাকার মুক্তার আলী। বেক্সিমকো ঢাকার রবিউল ইসলাম রবি ও গাজী গ্রুপ চট্টগ্রামের শরিফুল ইসলাম শিকার করেছেন ১২ টি করে উইকেট।
সর্বোচ্চ উইকেট শিকারী পাঁচ বোলার:
নাম উইকেট সেরা
মোস্তাফিজুর রহমান ১৬ ৪/৫
কামরুল ইসলাম ১৪ ৪/২১
শহীদুল ইসলাম ১৩ ৪/১৭
মুক্তার আলী ১৩ ৪/৩৭
রবিউল ইসলাম ১২ ৫/২৭
Posted ২:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin