কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে গাজীপুরে । শনিবার রাত ৯ টার দিকে প্রথমে গাজীপুর সদর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের একটি বিক্ষোভ মিছিল বের করেছে মহানগর যুবলীগ।
এদিকে, রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীতে একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে প্র দক্ষিণ করে।
এতে মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতারা ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।
পরে বিক্ষোভ মিছিলের বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে মৌলবাদী চক্রের বিষদাত ভেঙে ফেলার হুশিয়ারি দেন।
Posted ৫:১৫ অপরাহ্ণ | শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin