লালমনিরহাটের কালীগঞ্জে ধানক্ষেত থেকে শাহাদাৎ হোসেন (৩২) নামের একজন ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইবন্ধুকে আটক করেছে পুলিশ।
নিহত শাহাদাৎ হোসেন কালীগঞ্জের মদাতী ইউনিয়নের খালিসা মদাতী গ্রামের লোকমান হোসেনের ছেলে।
গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মদাতী ইউনিয়নের নিপানিয়ার দোলায় ধানক্ষেত থেকে শাহাদাতের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার বিকালের ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি শাহাদাৎ। অনেক খোঁজাখুজির পর সন্ধান না পেয়ে মঙ্গলবার সকালের পরিবারের লোকজন কালীগঞ্জ থানা পুলিশকে জানান।
এঘটনায় জড়িত সন্দেহে সুজন (২৮) নামের এক যুবককে আটক করে পুলিশ। সুজনকালীগঞ্জের খালিশা মদাতী এলাকার আজিজার রহমানের ছেলে।
সুজনের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে লালমনিরহাট রেল স্টেশন এলাকা থেকে ইজিবাইকসহ শামীমকে (৩৫) আটক করে সদর থানা পুলিশ। আটক শামীম কালীগঞ্জ উপজেলার কিসামত মদাতী গ্রামের আমিরুল হকের ছেলে।
এ ঘটনায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
Posted ১২:১৯ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin