ঘনিষ্ঠ বন্ধুর অসুস্থ বোনের জন্য রক্ত দিতে রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন শিক্ষার্থী শাহরিয়ার শুভ (২৪)। রক্ত দেওয়ার পর বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পরিকল্পনা ছিল তার। রক্ত দিয়েছিলেন ঠিকই, তবে আর ফেরা হয়নি তাঁর। হাসপাতালের দোতলা থেকে পড়ে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
শুভ সাভারের গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী।
শুভর বন্ধু রাকিব হোসেন জানান, তাঁর ছোট বোন তানজিলা (১৬) বাতজ্বরে ভুগছে। ২০ দিন ধরে সে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি। তাঁকে রক্ত দেওয়ার জন্য বুধবার সাভার থেকে ঢাকায় আসেন শুভ। রক্ত দেওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে তিনি হাসপাতালের বারান্দায় বসেছিলেন। এ সময় রাকিব তাঁর বোনের সঙ্গে দেখা করতে যান। এর কিছুক্ষণ পর তিনি জানতে পারেন, শুভ মাথা ঘুরে দোতলা থেকে নিচে পড়ে গেছেন।
Posted ৩:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
dailymatrivumi.com | Mohammad Salahuddin