নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা ও মহানগরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতৃবৃন্দরা সোমবার সকাল ১০টায় নগরীর শহীদ সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যলয়ের জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পূস্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক, সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিম, সাজ্জাদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব উপস্থিত ছিলেন। একইস্থানে বিকেলে জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়-মোনাজাতের আয়োজন করেন। অপরদিকে ৪ জানুয়ারি রাতের প্রথম প্রহরে (১২ টা ১মিনেটে) শহীদ সোহেল চত্বরে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধণ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin