বছরের শেষ দিনে এসে একটা দুঃসংবাদ পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড এডিনসন কাভানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে হিংসাত্মক এবং বর্ণবাদী মন্তব্য করে পোস্ট দেয়ার অভিযোগে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তাকে।
ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ সংবাদ নিশ্চিত করা হয়েছে। সাউদ্যাম্পটনের বিপক্ষে জয়ের পর নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দেন কাভানি। সেখানে ব্যবহৃত ভাষা বর্ণবাদকে উষ্কে দেয় বলে অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। তবে, পোস্ট দেয়ার কিছুক্ষন পরই নিজের ভুল বুঝতে পারেন উরুগুইয়ান স্ট্রাইকার। পোষ্টটি ইন্সটাগ্রাম থেকে সরিয়ে ফেলে ক্ষমা চান তিনি। কিন্তু, অপরাধ আমলে নিয়ে শাস্তি দিয়েছে ইংলিশ ফুটবলের কর্তারা। ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি, এক লাখ পাউন্ড আর্থিক জরিমানা করা হয়েছে তাকে। এছাড়া, নিষিদ্ধের এ সময়টাতে কাভানিকে শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতেও সুপারিশ করেছে তারা।
Posted ১:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin