রাস্তায় বা হোটেলে জমায়েত করে পার্টি না করে বিছানায় শুয়ে থাকার বার্তা দিয়েছে মুম্বাই পুলিশ। টুইট করে এই বার্তা দিয়েছেন তারা। যার রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এর আগেও বহুবার মুম্বাই পুলিশের সৃষ্টিশীল টুইট মন কেড়েছে নেট নাগরিকদের। এবারও তাদের টুইট ইতিমধ্যে ভাইরাল নেটপাড়ায়। খবর জি নিউজের।
নতুন বছর শুরু হচ্ছে করোনার নয়া স্ট্রেনের আতঙ্ক নিয়ে। তাই এবার আরও সতর্ক থাকতে হবে। করোনার ভয় খানিকটা মৃদু হলেও ২৪ থেকে ৫০ এনএম- এর ওই ভাইরাস এখনও তরতাজা। ইতিমধ্যে মিউটেন্ট করা শুরু করেছে করোনা। এখনও পর্যন্ত পাওয়া খবরে ভারতে ২৫ জনের শরীরে মিলেছে করোনার নয়া স্ট্রেন।
অন্যদিকে, পুনরায় ব্রিটেনে লকডাউন জারি করা হয়েছে। দেশে কোথাও কোথাও নাইট কারফিউ জারি হয়েছে। আবার কোথাও ১৪৪ ধারা। মুম্বাইতে ৫ জানুয়ারি পর্যন্ত রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে।
Posted ১:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin