বশেমুরবিপ্রবি প্রতিনিধি
কম্পিউটার চুরির ঘটনাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেছেন প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস্কেন্দার আলী।
ইঞ্জিনিয়ার এস্কেন্দার আলী আজ ২০ ই আগস্ট বৃহস্পতিবার বেলা ১ টায় পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন উক্ত তদন্ত কমিটির সভাপতি আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস।
এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এস্কেন্দার আলী বলেন – আমি ব্যক্তিগত কারণে এই তদন্ত কমিটি থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি এর কোনো ভিন্ন কারণ নেই।
উল্লেখ্য, গত ১৮ই আগস্ট বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে কম্পিউটার চুরি হওয়া বিষয়ক তদন্ত কমিটির কার্যক্রম সকল প্রশ্নের উর্ধ্বে রাখার স্বার্থে তদন্ত কমিটির ৬ জন সদস্যের মতামতের ভিত্তিতে কমিটির সদস্য পদ থেকে সহকারী রেজিস্ট্রার মোঃ নজরুল ইসলাম কে অব্যহতি প্রদান করা হয়েছে।
Posted ১০:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin