শরীয়তপুরের ভেদরগঞ্জের সখিপুরে কুড়িয়ে পাওয়া কন্যা শিশুটিকে বাঁচানো গেল না। টানা নয়দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।
মৃত্যুর খবর নিশ্চিত করেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান।
এর আগে, ১৯ ডিসেম্বর ভোর সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু আদর্শ স্কুল এন্ড কলেজের পাশে রাখা সুড়কি পাথরের ওপর নবজাতক শিশুটিকে পড়ে থাকতে দেখে কোলে তুলে নেন বাবুল ব্যাপারীর স্ত্রী আছিয়া বেগম।
পরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভির আল নাসিফের নির্দেশে ভেদরগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে শিশুটিকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শরীয়তপুর সদর হাসপাতালে এনে চিকিৎসার জন্য ভর্তি করান। প্রথমে তার অবস্থার উন্নতি হলেও পরে ২৫ ডিসেম্বর অবস্থার পুনরায় অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরিচয়হীন শিশুটির দায়িত্ব নিয়েছিলেন জেলা প্রশাসক (ডিসি) পারভেজ হাসান। তিনি শিশুটির নাম রেখেছিলেন ‘সেতু’।
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin