স্পেনে শত কর্মব্যস্ততার মাঝেও বর্ণিল সাজে পালিত হয়েছে মহান বিজয় দিবস ও বন্ধুসুলভ মহিলা সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠান। এ সময় আয়োজন করা হয় পিঠা উৎসবেরও।
রোববার (২০ ডিসেম্বর) বার্সেলোনার একটি হলরুমে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
চলমান মহামারি করোনাভাইরাসের কারণে এ বছর সীমিত আকারে আয়োজন করা হয় অনুষ্ঠানের। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে আনন্দঘন পরিবেশে উপস্থিত হন বাংলাদেশি প্রবাসীরা।
আয়োজকরা বলেন, আমরা প্রবাসে থাকলেও দেশকে ভুলে যাইনি। এখানে আমাদের নতুন প্রজন্ম যারা আছে তাদের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরার জন্যই আমাদের আজকের এই পিঠা উৎসব।
Posted ৪:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin