শ্বাসরুদ্ধকর ধানমন্ডি ডার্বিতে জিতল না কেউ। দুই বার এগিয়ে গিয়েও শেখ জামাল ধানমন্ডির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ঢাকা আবাহনী। দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি ম্যাচে উত্তেজনা সৃষ্টি করেছে। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দুই দলের একজন করে ফুটবলার। চারটি গোলই করেছেন দুই দলের চার বিদেশি।
দুবার গোল করে এগিয়ে যাওয়া, পাল্টা দুবারই সমতায় ফেরা। দুটি লাল কার্ড, এমনকি সহকারী কোচের হলুদ কার্ড। গোল বাতিল হওয়া, খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি। ধানমন্ডি ডার্বিতে যা থাকতে পারে সবই ছিল। উত্তেজনা ছড়িয়ে পড়েছিল দর্শক গ্যালারিতেও। ম্যাচ শেষে দুই প্রতিবেশীর লড়াইয়ে জিতল না কেউ!
এদিন লিগে অপরাজিত থাকার আনন্দ নিয়ে মাঠে নেমেছিল ঢাকা আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি। শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। যেখানে একক আধিপত্য ছিল না কারো। তবে ১৩ মিনিটে এগিয়ে যায় আগের ছয় লিগ ম্যাচে অপরাজিত থাকা আবাহনী। রায়হান হাসানের লম্বা থ্রো ইন থেকে হাইতির ফরোয়ার্ড বেলফোর্টের নিশানাবাজীতে লিড নেয় ঢাকা আবাহনী।
তবে এগিয়ে থাকার স্থায়িত্ব ছিল মাত্র ৬ মিনিট। ১৯ মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেকের পাস থেকে গাম্বিয়ান ফরোয়ার্ড সুলাইমান সিল্লাহর নিখুঁত শট গোলরক্ষক শহিদুল ইসলাম সোহেলের পাশ দিয়ে ঠিকানা খুঁজে নেয়। লিগে এটি তার চতুর্থ গোল।
৩৭ মিনিটে বলের দখল নেওয়ার লড়াইয়ে রায়হান পড়ে গেলে শেখ জামালের সলোমন কিং ইচ্ছাকৃতভাবে তার গায়ে বল মেরে বসেন। উত্তেজনা তৈরি হয়। শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি। এক পর্যায়ে জুয়েল রানাকেও ধাক্কা দিয়ে ফেলে দেন সলোমন। রেফারি সলোমন, জুয়েল দুজনকেই দেন লাল কার্ড। ১০ জন নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো রদ্রিগেজের গোলে আবারো ম্যাচে লিড ঐতিহ্যবাহীদের। ৭১ মিনিটে বেঙ্গল ইয়োলোজদের হয়ে গোলে করেন ওমর জোবে। ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনে বসে আছেন এই গাম্বিয়ান ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবাহনীর ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী হেডে জাল খুঁজে নিলেও অফসাইডের কারণে এগিয়ে যাওয়া হয়নি আকাশী নীল জার্সিধারীদের। ড্রয়ে নিষ্পত্তি হয় ডার্বি ম্যাচ।
চলতি লিগে এই প্রথম পয়েন্ট হারানো শেখ জামাল ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ বেশি খেলা আবাহনী ১৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
Posted ৪:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin