বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। রবিবার দুপুরে শেরপুর উপজেলার ধনকুন্ডি এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- শেরপুর উপজেলার চকপাথারী গ্রামের আব্দুর হাই (৬১), আল-আমিন (৩০) এবং ঘাসুরিয়া গ্রামের শাহসুলতান (৯)।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক দিয়ে চান্দাকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ধনকুন্ডি এলাকায় ঢাকাগামী একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন যাত্রী মারা যান।
Posted ১১:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ২২ নভেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin