বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে গত সোমবার আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ১২৩ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ দল। পরে সফরকারীদের ৯ উইকেট তুলে নিয়ে জয়ের অপেক্ষায় টাইগাররা।
এমন সময়ই উইকেটের পেছনে থেকে বোলার সাকিব আল হাসানকে উইকেটরক্ষক সোহান বলেন, নেন ভাই, তাড়াতাড়ি শেষ করেন ভাই, অনেকদিন পর বাসায় যাব।’ মজা করে বলা সোহানের কথাগুলোর মধ্যে লুকিয়ে ছিল বাড়ি ফেরার তাড়া।
মুহূর্তেই সোহানের ওই কথা বলার ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সেদিন রাতে সিরিজ শেষ করে বাড়ি ফেরার পর কি করেছিলেন সোহান? সোমবার রাতে বাসায় ফিরতে পারেননি তিনি। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা টিম হোটেল ছেড়েছেন মঙ্গলবার। তিনি জানিয়েছেন, বাসায় ফিরেই একজন অসুস্থ স্বজনকে নিয়ে হাসপাতালে যেতে হয় সোহানকে। সেখান থেকে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়।
সোহান জানান, আমরা যে পরিস্থিতিতে থাকি সেখানে আসল খেলা হয় খেলার মাঠের বাইরে। কোভিড পরিস্থিতি টানা হোটেলে থাকতে হয়, এই সময়টা খুব কঠিন। বাইরে থেকে বোঝা মুশকিল।
সঙ্গে যোগ করেন সোহান, খেলার জন্য যেটুকু ত্যাগ করতে হয় সেটা ত্যাগ বলা যায় না, পেশার অংশ। পেশাদার ক্রিকেটার হিসেবে এটা মেনে নিতেই হবে। তবে এটাও সত্যি দীর্ঘদিন হোটেলে কাটানোর পরে বাসায় আসা সবার সাথে দেখা করা একটা বড় ব্যাপার এখন।
Posted ২:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin