ভিয়েতনাম ও কাতার ফেরত ৮৩ বাংলাদেশিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এই ৮৩ জন বিভিন্ন সময় বিদেশ থেকে বাংলাদেশে ফেরার পর তাদের উত্তরায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
মঙ্গলবার সকালে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকীন।এসময় তিনি জানান, আজকেই তাদের আদালতে সোপর্দ করা হবে।
উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল জানান, গ্রেপ্তার ৮৩ জনের মধ্যে রয়েছে দুজন কাতার থেকে ফেরত বাকিরা সবাই ভিয়েতনাম ফেরত। তারা সেখানে কোনো অপরাধে জড়িত ছিলেন বলে তাদের জেলখানায় আটক রাখা হয়েছিল। সেখান থেকে পরে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
তিনি বলেন, ‘তবে তারা ঠিক কী ধরনের অপরাধের কারণে সেখানে আটক ছিলেন তা এখনো আমরা জানতে পারিনি। তাই সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।’
Posted ১০:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin