বলিউড তারকা শিল্পা শেট্টি সম্প্রতি নেটমাধ্যমে দেয়া বিবৃতিতে লিখেছেন, ‘গত ২৯ বছর ধরে পরিশ্রম করে এই জায়গায় এসেছি। মানুষ আমার উপরে ভরসা রেখেছেন। তাঁদের আমি হতাশ করবো না। কিন্তু সংবাদমাধ্যমের হেনস্থার শিকার হওয়াটা মেনে নেবো না।’
শিল্পা বললেন, ‘হ্যাঁ! গত কয়েকটি দিন খুব কঠিন ছিলো আমার জন্য। তার উপরে ভুয়া অভিযোগ, অপবাদ এবং অন্যায্য আক্রমণ সহ্য করে চলেছি। কেবল আমি নই, আমার পরিবারও বিদ্রুপের সম্মুখীন হচ্ছে। আমি এখনও কোনও বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করিনি। করবোও না। সত্যমেব জয়তে’, অর্থাৎ সত্যের জয় হবে।
Posted ৪:১০ অপরাহ্ণ | বুধবার, ০৪ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin