ভালোবাসা চাঁদকেও পণ্য বানাতে পারে। ঘটনাটি আর কোনো উপমা নয় বরং বাস্তবেই সম্ভব হয়েছে। বিয়েবার্ষিকীতে নিজের স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন স্বামী। এমন ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী দেশ ভারতে। ভারতের রাজস্থানের ধর্মেন্দ্র আনিজা বিশেষ দিনটিকে স্মরণীয় করতে চাঁদে তিন একর জমি উপহার দিলেন স্ত্রী স্বপ্না আনিজাকে।
ধর্মেন্দ্র জানিয়েছেন, বিয়েবার্ষিকীর দিনটাকে অন্যরকম করতে চেয়েছিলাম। সবাই গাড়ি-বাড়ি, দামি গয়না দেয় ঠিকই; আমি সে সবের ঊর্ধ্বে গিয়ে অন্যরকম কিছু করতে চেয়েছিলাম। তাই অষ্টম বিয়েবার্ষিকীতে (২৪ ডিসেম্বর) চাঁদের জমি কিনে তা উপহার হিসেবে দেওয়ার পরিকল্পনা করি।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লুনা সোসাইটি ইন্টারন্যাশনালের কাছ থেকে তিন একর জমি কিনেছেন ধর্মেন্দ্র আনিজা। তবে এই দামি মহাজাগতিক উপহার কিনতে সময় লেগেছে একটি বছর।
ধর্মেন্দ্র আনিজা বলেন, ‘আমি খুব খুশি, কারণ রাজস্থানে থেকে আমিই প্রথম চাঁদে জমি কিনলাম।’
স্ত্রী স্বপ্না এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘আমি খুব খুশি হয়েছি। কোনো দিনও ভাবতে পারিনি আমার স্বামী আমায় এমন একটা উপহার দেবেন। উপহারটি পাওয়ার পর সত্যি আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্নের চাঁদে বসে আছি। বিয়েবার্ষিকীর অনুষ্ঠান চলাকালীন তিনি এই সারপ্রাইজ দেন আমায়।’
Posted ৭:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin