দিনাজপুরের বীরগঞ্জে সড়কের ব্রিজের নিচ থেকে মো. আরিফুল হোসেন (৩০) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোনপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরিফুল হোসেন বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা।
মৃত আরিফুল হোসেনের প্রতিবেশি মো. আনিসুর রহমান আসিন জানান, বৃহস্পতিবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় আরিফুল হোসেন। পরে রাতে তার মাকে ফোন করে ভ্যান বিক্রয় করার বিষয়টি জানান। এছাড়া মরিচা ইউনিয়নের ভবানীপুর এলাকায় আত্মীয় বাসায় থাকবেন বলেও আরিফুল তার মাকে জানিয়েছেন। কিন্তু সকালে এলাকাবাসীর কাছে তার মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে।
বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
Posted ১০:০১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin