ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় আব্দুল কাদির (৬৫) নামে এক বৃদ্ধকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় মামলার প্রধান আসামি ১২ নং স্বদেশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বরসহ হালুয়াঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২০১৯ সালের ২৩ নভেম্বর অপর এক অভিযোগে তার বিরুদ্ধে মানববন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে নিহতের স্বজন ও এলাকাবাসী বলেন, এলাকায় ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদের পালিত সন্ত্রাসী বাহিনী থাকায় কেউ তার অপকর্মের বিরুদ্ধে কথা বলতে পারে না। তার অপকর্মের বিরুদ্ধে কথা বলতে গেলে সবাইকে মারধরের শিকার হতে হয়। এলাকার মানুষদের জিম্মি করে রেখেছেন ইরাদ। তার কারণে দিনের বেলাতেও এলাকায় সাধারণ মানুষ ভীত থাকে। মানববন্ধনে বক্তারা এই হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীর দ্রুত ফাঁসি কার্যকরের দাবি করেন।
উলেখ্য যে, গত বুধবার বিকেলে উপজেলার গাজিপুর গ্রামে বালু নেয়াকে কেন্দ্র করে বৃদ্ধ আব্দুল কাদিরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় ১ অক্টোবর নিহতের ছেলে ফরিদ মিয়া বাদী হয়ে স্বদেশী ইউনিয়নের চেয়ারম্যান ইরাদসহ ১৬ জনের নাম উলেখ করে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেন। ঘটনার ওইদিন রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সাধুর বাজার এলাকা থেকে জিহাদ সিদ্দিকী ইরাদসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে।
Posted ১১:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin