জরুরী গ্যাস পাইপ লাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের টাই-ইন এর জন্য বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১২ আগস্ট) তিতাস গ্যাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর তেজগাঁও রেলস্টেশন সংলগ্ন এলাকা, তেজকুনিপাড়া, পশ্চিম নাখালপাড়া ও আশেপাশের এলাকায় আবাসিকসহ সকল শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এর আগে গত মঙ্গলবার রাজধানীর এই এলাকাগুলোতে গ্যাস লাইন বন্ধ ছিল।
সোমবার (১০ আগস্ট) তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছিল, মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা তেজগাঁও রেলস্টেশন সংলগ্ন এলাকা, তেজকুনিপাড়া, পশ্চিম নাখালপাড়া ও আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
Posted ৩:১২ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin