চট্টগ্রামে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে তরুণী ধর্ষণের ঘটনায় প্রধান আসামি চান্দু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে নগরের পতেঙ্গা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত আগস্ট মাসে বরখাস্ত হওয়া ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হেলালের সোর্স হিসেবে পরিচিত চান্দু মিয়া।
ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে প্রধান আসামি চান্দু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
ডবলমুরিং থানার এসআই নুরুল ইসলাম বলেন, ভিকটিম তরুণী ফেনী থেকে চট্টগ্রামের আগ্রাবাদে তার চাচার বাসায় বেড়াতে আসেন। তার চাচাতো বোনের এক বান্ধবী ওই তরুণীকে রোববার রাত ৮টার দিকে সুপারিওয়ালাপাড়ায় বাসায় বেড়াতে নিয়ে আসেন। পাশের বাসায় থাকেন চান্দু মিয়া। একপর্যায়ে ওই তরুণীকে বাসায় নিয়ে ধর্ষণ করেন চান্দু মিয়া।
তিনি বলেন, এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে সোমবার ভোরে ওই এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- নুরী আক্তার ও তার স্বামী মোহাম্মদ অন্তর।
ওই তরুণীকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Posted ৮:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin