প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের তৃতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টে জানাজাটি অনুষ্ঠিত হয়। তাকে বনানীতে সমাহিত করা হবে।
জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সুপ্রিম কোর্টর আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আইনজীবীরা অংশ নেন।
এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ এখানে আনা হয়।
Posted ৯:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin