বড় জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করলো ইংলিশ ক্লাব আর্সেনাল। ডানডককে ৪-২ গোলে হারিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে তারা গেছে নকআউট পর্বে।
ইপিএলে ধুকছে আর্সেনাল। পয়েন্ট টেবিলে অবস্থান ১৫। আবার সে ক্লাবটাকেই ইউরোপা লিগে থামানোর সাধ্য নেই কারো। গ্রুপ পর্বে আর্সেনালকে একবারের জন্যও মাঠ ছাড়তে হয়নি গোমড়া মুখে।
মিকেল আর্টেটার দলের সামনে সুযোগ ছিলো গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে পরের রাউন্ডে যাওয়ার। সবশেষ লিগ ম্যাচে টটেনহ্যামের কাছে হারলেও, প্রতিপক্ষ ডানডক বলেই নির্ভার ছিলেন আর্সেনাল কোচ। সে কারণেই নতুনদের সুযোগ দিয়ে নামালেন পুরো নতুন একাদশ।
অবশ্য তাতেও মাঠের খেলায় পরেনি কোনো প্রভাব। প্রত্যাশিতভাবে স্কোরিংয়ের শুরুটা করে গানাররাই। ১২ মিনিটে এডি এনকেতিয়ার গোলে লিড পেয়ে যায় আর্সেনাল।
এর ৬ মিনিট পরে আভিভা স্টেডিয়ামে দীর্ঘদিন মনে রাখার মতো এক গোল করেন আর্সেনালের মোহাম্মদ এলনেনি।
যদিও স্বাগতিকদের কিছুটা আশা দেখান জর্ডান ফ্লোরস। ২২ মিনিটে ডানডকের হয়ে এক গোল শোধ করেন এই ইংলিশ মিডফিল্ডার।
আর্সেনাল গোলের অনেক সুযোগ পেলেও, তাদের অপেক্ষাকৃত অনভিজ্ঞ আক্রমণভাগ সেগুলো কাজে লাগাতে পারেনি। তবে সেই আক্ষেপ শেষ পর্যন্ত ছিলো না। ৬৭ মিনিটে জো উইলক, আর বদলি হিসেবে নামা ফোলারিন ৮০ মিনিটে গোল করল ব্যবধান ৪-১ করে আর্সেনাল।
খেলা শেষ হবার কিছু সময় আগে শন হোয়ারের গোল ব্যবধান কমানোর সান্তনাই হয়ে থাকে ডানডকের। ১৫ বছর পর ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় গ্রুপ পর্বে শতভাগ জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
Posted ২:২০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin