বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। ছোটখাট নয়, মোটামুটি বড় ধরনের বিপাকেই পড়েছেন তিনি। উদ্ধার হতে সামাজিক যোগাযোগমাধ্যমের ধারস্থ হয়েছেন এ অভিনেত্রী।
রোববার (১৩ ডিসেম্বর) মুম্বাই এয়ারপোর্টে এমিরেটস-র কাউন্টারে দাঁড়িয়ে ছিলেন জুহি। ইমিগ্রেশন সিকিউরিটি চেকিংয়ের সময় অজ্ঞতাবশত তার একটি কানের দুল খুলে পড়ে যায়। সেটি উদ্ধার করতে মরিয়া হয়ে উঠেন অভিনেত্রী। পোস্ট করেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে।
সেখান তিনি লিখেন, হারিয়ে যাওয়া কানের দুলটি খুব পুরনো এবং দামি। প্রায় ১৫ বছর ধরে এটি ব্যবহার করছেন তিনি। ফলে এটির মূল্য তার কাছে অনেক বেশি এবং দুলটি তার খুব প্রিয়। সন্ধানদাতাকে পুরস্কার দিবেন বলেও জানান জুহি।
এদিকে কানের দুল খুঁজে দেওয়ার স্ট্যাটাসেও ট্রলের শিকার হয়েছেন এ অভিনেত্রী। নেটিজেনদের কেউ কেউ বিষয়টি খুবই হালকাভাবে নিয়েছে। কমেন্টস ঘরে কেউ পুলিশ, শাহরুখ, অমিতাভ বচ্চন, সালমান খানকে ট্যাগ করে দিলেন। আবার কেউ কানাডার প্রধানমন্ত্রী জাস্ট্রিন টুডোকে জানাতে বলেছেন। তিনি ভারত সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করবেন বলে মতো দুষ্টু নেটিজেনদের।
Posted ১:০৩ অপরাহ্ণ | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin