ঠাকুরগাওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীর ভাঙনে হুমকরি মুখে পড়েছে কোষাবন্দর গ্রামের তিন শতাধিক পরিবার। এরই মধ্যে চলাচলের রাস্তা, বাঁশঝাড়, গাছপালা, বৈদ্যুতিক খুঁটিসহ বেশ কিছু বসত ভিটা নদী গর্ভে চলে গেছে। ভাঙন ঠেকাতে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছেন, নদীর তীর রক্ষায় একটি প্রকল্প উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, তার ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীর ভাঙনে কোষাবন্দর গ্রামের তিন শতাধিক পরিবার হুমকির মধ্যে রয়েছেন। প্রতি বছর বর্ষায় নদীর পাড় ভাঙে। এরই মধ্যে শতাধিক পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, গত বন্যায় ওই এলাকায় বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি বাড়ি নদী বিলীন হয়ে গেছে। তাদের তালিকা করে জেলা প্রশাসনকে অবহতি করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের ঠাকুরগাওয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, কোষাবন্দরসহ টাঙ্গন নদীর তীর রক্ষায় চারটি প্রকল্প প্রস্তুত করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে তিনটির কাজ হয়ে গেছে। এটিও আশা করছি আগামী অর্থ বছরে হয়ে যাবে।
Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin