ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের খাপুরা, মাঝিকান্দা, মুনসুরাবাদ, সিংগারিয়া ৪ গ্রামের কয়েকশত লোকের দুই দফা ৩ ঘণ্টা সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ করেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঐ এলাকায় আগে থেকেই দুই পক্ষের বিরোধ ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে খাপুরা গ্রামের এক কিশোরের সাথে পাশের মাঝিকান্দা গ্রামের এক কিশোরের হাতাহাতি হয়। এর সূত্র ধরেই বেলা সাড়ে এগারটার দিকে দুই পক্ষ ঢাল, সড়কি, ইট পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় ভাঙ্গা থানা পুলিশ দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin