পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস রোববার সকালে গণমাধ্যমে বলেন, চলমান কঠোর বিধিনিষেধ মঙ্গলবার পর্যন্ত থাকছে। এ সময় পর্যন্ত স্থল সীমান্ত বন্ধের সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে আগের সব নিয়ম বলবৎ থাকবে।
এদিকে সীমান্ত বন্ধের মেয়াদ নতুন করে আর বাড়ানো হবে কি না- এমন প্রশ্নের জবাবে মাশফি বিনতে শামস বলেন, আমরা এটা নিয়ে আবার বসব। তখন সিদ্ধান্ত নেয়া হবে।
ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় গত ২৬ এপ্রিল দেশটির সঙ্গে প্রথমে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ করে বাংলাদেশ। পরে সীমান্ত বন্ধের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সবশেষ ঘোষণায় আটদিনের জন্য ৮ আগস্ট পর্যন্ত সীমান্ত বন্ধ রাখা হয়েছিল।
বর্তমানে ভারতে আটকেপড়াদের সংখ্যা কমে যাওয়ায় দেশটি থেকে সপ্তাহে তিনদিন অর্থাৎ রোব, মঙ্গল ও বৃহস্পতিবার বাংলাদেশিরা যথাযথ কাগজপত্র নিয়ে পাঁচটি বন্দর নিয়ে দেশে ফিরতে পাড়ছেন। এক্ষেত্রে সবাইকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।
Posted ৬:১১ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin