ফেনীর পরশুরামে ভারত সীমান্তবর্তী গুথুমা গ্রামের খারিজকোনা থেকে দুই সহোদরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- মো. করিম (২৮) ও স্বপন (২৪)। তারা ওই গ্রামের কালাধন সরকারের ছেলে।
ভারত সীমান্তবর্তী ওই স্থানে রোববার (১৮ অক্টোবর) সকালে দুইজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় কাউন্সিলর রসুল আহাম্মদ মজুমদার স্বপন।
তিনি জানান, লাশের পাশে একটা ছাতা ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় লোকজন জানান, দুই ভাইয়ের মাছ ধরার নেশা ছিল, হয়তো মাছ ধরতে গিয়েছিলেন দুই ভাই। রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল, প্রচণ্ড বজ্রপাতও হচ্ছিল, তারা হয়তো বজ্রপাতে মারা যেতে পারেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত হোসেন জানান, কালাধন ফজর আযানের পর দুই ছেলেকে ঘুম থেকে জাগিয়ে দেন, এরপরই তারা মাছ ধরতে চলে যায় ।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে বজ্রপাতেই তাদের মৃত্যু হয়েছে, যেহেতু রাত থেকেই বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হচ্ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ বলা যাবে ।
Posted ১০:০০ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin