সাড়া জাগানো পরিবেশ কর্মী সুইডিশ কিশোরী গ্রেটা থুর্নবার্গ ফ্যাশন ম্যাগাজিন ভোগের স্ক্যানডিনেভিয়া সংস্করণের প্রথম সংখ্যার প্রচ্ছদে এলেন।
স্টকহোমের বাইরে একটি বনের মধ্যে ফটোশুট হয়েছে। সুইডিশ আলোকচিত্রী আলেক্সান্ডার ক্লুম ছবি তুলেছেন।
প্রচ্ছদে থুনবার্গকে অরণ্যের মাঝে আইসল্যান্ডিক প্রজাতির একটি ঘোড়ার পাশে বসে থাকতে দেখা যায়।
Posted ৫:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ১১ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin