নারায়ণগঞ্জের ফতুল্লায় তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- নয়ন (২৭) ও কাঞ্চন হাওলাদার (৫০)।
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে ১৬ জনের মৃত্যু হলো। নিহতদের মধ্যে বায়তুস সালাত জামে মসজিদের মুয়াজ্জিন ও দুই শিশু রয়েছে। এছাড়া দগ্ধ আরও ২১ জনের অবস্থা আশঙ্কাজনক।
Posted ১০:০২ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin