নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মনির ফরাজি (৩৩) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। এ নিয়ে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৬ জন হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় ১১ জন চিকিৎসাধীন।
ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, যাঁরা চিকিৎসাধীন, তাঁদের অবস্থাও খুব ভালো নয়। কেউ শঙ্কামুক্ত নয়।
Posted ৭:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin