ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার বেলদিয়া গ্রামে সাধুয়া পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আজিম উদ্দিনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এশার নামাজের ইমামতি শেষে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়।
নিহত ইমাম আজিম উদ্দিন বেলদিয়া গ্রামের মৃত শেখ মজরত আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাফেজ আজিম উদ্দিন ২০ বছর ধরে সাধুয়া জামে মসজিদে ইমামমতি করে আসছেন। তিনি শনিবার মসজিদে এশার নামাজের ইমামতি শেষে বাড়ি ফেরার পথে সাধুয়া মার্কেটের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে ফেলে রেখে যায়। পরে তাকে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। পুলিশ খুনের রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Posted ৫:০০ পূর্বাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin