৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে স্পেসফ্লাইট সংস্থা ভার্জিন গ্যালাক্টিকের টিকিট সংগ্রহ করতে পারবেন ভ্রমণইচ্ছুরা।
এখন থেকে মহাকাশ ভ্রমণে যাওয়ার স্বপ্নে বিভোর এমন যে কেউ মহাকাশ ভ্রমণে যেতে পারবেন।
একক সিট, প্যাকেজ ও সম্পূর্ণ ফ্লাইট বিক্রির মতোও সুযোগ সুবিধা রাখবে ভার্জিন গ্যালাক্টিকে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে ফ্লাইটগুলোর সিট বুকিং করা হবে।
Posted ১:৪৬ অপরাহ্ণ | রবিবার, ০৮ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin