রাজধানীতে গরুবোঝাই গাড়িতে মাদক পাওয়ার ঘটনায় মাদকসহ চারটি গরুকে জব্দ করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৪)। সেই গরুগুলোকে শুক্রবার (১ জানুয়ারি) নিলামে বিক্রি করা হবে বলে মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাফুদ্দৌল্লাহ সরদার।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জানুয়ারি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) জানতে পারে গরু ব্যবসায়ীর ছদ্মবেশে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র ইয়াবার একটি বড় চালান নিয়ে ঢাকায় ঢুকবে। তার ভিত্তিতে র্যাবের একটি দল রাজধানীর দারুস সালাম থানা এলাকাধীন সরকারি বাঙলা কলেজের সামনে অবস্থান নেয়।
ওইদিন রাত দুইটার দিকে একটি গরুবোঝাই ট্রাক কল্যাণপুর ঈগল কাউন্টারের সামনে এসে থামে। তখনই ওই ট্রাক অভিযান চালিয়ে এক কোটি টাকা মূল্যের ৩৭ হাজার ৬০০টি ইয়াবা বড়ি জব্দ করে র্যাব। গ্রেপ্তার করা হয় ট্রাকে থাকা ইউনুছ নামের আসামিকে। আরও জব্দ করা হয় ট্রাকে থাকা চারটি গরু, মাদক বিক্রির ১২ হাজার ৯২০ টাকা এবং একটি কার্গো ট্রাক।
কিন্তু সে সময় গরুর মালিককে খুঁজে পাওয়া যায় না। গরুর মালিক খুঁজে বের করার জন্য দেশের সব থানায় বেতার বার্তা পাঠানো হয়। কিন্তু ১২ দিনেও গরুর মালিকের খোঁজ মেলেনি।
দারুস সালাম থানার পুলিশের পক্ষ থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতকে লিখিতভাবে জানানো হয়, থানা এলাকায় গরু লালন-পালনের কোনো সরকারি খোয়াড় নেই। র্যাব অফিসে গরু রাখার মতো কোনো ব্যবস্থা নেই। যে কারণে গরুগুলো পরিচর্যার অভাবে মারা যেতে পারে। শীতকালে গরু নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব কারণে চারটি গরু নিলামে বিক্রি করে, তা রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখা দরকার।
বুধবার (৩০ ডিসেম্বর) ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিএমএম আদালত চারটি গরু নিলামে বিক্রি করার অনুমতি দেন। একই সঙ্গে গরু বিক্রির টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। সে হিসেবে ১ জানুয়ারি গরুগুলো নিলামে বিক্রি করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাফুদ্দৌল্লাহ সরদার।
আসাফুদ্দৌল্লাহ সরদার গণমাধ্যমকে বলেন, র্যাব-৪ এর হেফাজতে এখনো গরুগুলোকে রাখা হয়েছে। এই গরুগুলোকে নিলামে বিক্রির অনুমতি দিয়েছে আদালত।
ইতিমধ্যে আসামির কাছ থেকে জব্দ করা মাদক বিক্রির ১২ হাজার ৯২০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ারও অনুমতি দিয়েছেন আদালত।
Posted ১:০২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin