রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বুধবার দুপুরে রাজবাড়ি-২ আসনের এমপি জিল্লুল হাকিকের বিরুদ্ধে মানববন্ধ করতে আসে তার এলাকার কিছু লোক।
তারা এমপি জিল্লুল হাকিম ও সরকারের বিরুদ্ধে লেখা একাধিক আপত্তিকর ব্যানার বহন করায় পুলিশ তাদের কাছে জানতে চায় তারা কর্মসূচি পালনের কোন অনুমতি নিয়েছেন কি না?
এ সময়ে মানববন্ধনকারী দলের নেতা হেনা মুন্সী ও জীবন কুন্ডুর সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তাদের নেতৃত্বে পুলিশের ওপর হামলা হলে একজন পুলিশের মাথা ফেটে যায় এবং আহত হয় আরও কয়েকজন। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী মানববন্ধন দলের তিনজনকে আটক করেছে।
Posted ১:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin