মানিকগঞ্জের সিংগাইরে পুলিশ পরিচয়ে এক গৃহবধু ও তার দু’মেয়েকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিংগাইর পৌর এলাকার মৃত সাদেক আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার ৪নং ওয়ার্ডের নিউ মার্কেটের অদুরে উত্তর পাশে চর আজিমপুর মহল্লায় মৃত সাদেক আলীর স্ত্রী আর্শেদা বেগম তার দুই মেয়ে শাহেদা আক্তার ও রুপা আক্তারকে নিয়ে ঘরে বসে টিভি দেখছিলেন।
এ সময় পুলিশ পরিচয়ে ৩ জন লোক ঘরে ঢুকে ওই পরিবারের নামে ইয়াবা বিক্রির অভিযোগের অজুহাতে সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ঘরে ইয়াবা আছে বলে তল্লাশী চালিয়ে আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ২লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। এ ঘটনায় পরিবারের লোকজন ডাকাত বলে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুরো এলাকায় মাইকিং করা হয়।
সিংগাইর থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, পুলিশের জ্যাকেট পড়ে প্রতারণা করেছে একটি চক্র। এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধু রাতেই একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Posted ১:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin