স্বামী রাজ কুন্দ্রার পর এবার মামলার কবলে পড়লেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। এই অভিনেত্রীর পাশাপাশি মামলায় তার মা সুনন্দা শেঠির নামও যুক্ত হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ আনা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, আইওসিস ওয়েলনেস সেন্টার নামে একটি ফিটনেস চেইন রয়েছে অভিনেত্রী শিল্পা শেঠির উত্তর প্রদেশের নানা জায়গায়। শিল্পা এই সংস্থার চেয়ারম্যান। আর কোম্পানির ডিরেক্টর সুনন্দা। এই ফিটনেস চেইনের নতুন ব্রাঞ্চ খোলার জন্য জ্যোৎস্না চৌহান ও রোহিত বীর সিং নামের দু’জন তাকে কয়েক কোটি টাকা দিয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যে কারণে প্রতারণার অভিযোগ করে জ্যোৎস্না হজরতগঞ্জ ও রোহিত বিভূতি খন্দ থানায় এফআইআর দায়ের করেছেন। যার পরিপ্রেক্ষিতে যে কোনো সময় উত্তর প্রদেশের পুলিশ মুম্বাই গিয়ে জেরা করবেন শিল্পা ও সুনন্দা শেঠিকে।
Posted ৬:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ১১ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin