দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করেন মডেল-অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। মায়ের অসুস্থতার খবর শুনে ৯ অক্টোবর দেশে ফিরেছেন তিনি। তার মা বর্তমানে বগুড়ার বারডেম হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি চলে যান হাসপাতালে।
‘রং নাম্বার’ সিনেমা খ্যাত নায়িকা ইপশিতা শবনম শ্রাবন্তী জানান, ‘মা অনেক আগে থেকেই ডায়াবেটিস ও লিভারের সমস্যায় ভুগছিলেন। এখন শরীরটা অনেক খারাপ। মায়ের অসুখ। শুনে দূরে থাকা যায় না। ছুটে আসতে হলো। মায়ের পাশে আছি, তার সেবা করতে পারছি খুব ভালো লাগছে।’
Posted ৬:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin