সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে অবৈধভাবে মা ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত থেকে রবিবার ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রবিবার সকালে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এ সাজা দেন। এ ছাড়াও অভিযানের সময় জব্দ করা পাঁচ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- চৌহালী উপজেলার স্থল ইউনিয়নের স্থল গ্রামের সহিদুল ইসলাম (২৬), জামাল শেখ (৩৫), নুরুল আমিন (৪২), কুড়াগাছের গ্রামের মোকছেদ (৪০), শেখ চানপাড়া গ্রামের সমেশ আলী (৪৮), নূর নবী (১৯) ও আলতাফ হোসেন (৩০)।
Posted ১০:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin