আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)। আর এই দিনটি উপলক্ষে এক টুইট বার্তায় মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আশা, দিনটি সবার মাঝে আরও সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে।
টুইটে তিনি লিখেছেন- “মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, দিনটি সর্বত্র আরও সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে। সবাই সুস্থ ও সুখী হোক।”
Posted ৮:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin