অর্ধেক বেতন কমিয়েও নিজের পছন্দের ক্লাবে থাকতে পারলেন না বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। চোখের জলে প্রিয় ক্লাব বার্সেলোনাকে বিদায় বলেছেন সময়ের সেরা খেলোয়াড়।
ক্লাবের আর্থিক দূরাবস্থা ও লা লিগার অর্থনৈতিক অবকাঠামোগত বাধ্যবাধকতার কারণে মেসিকে রাখা সম্ভব নয় বলে জানায় বার্সেলোনা। এর মধ্যে নতুন ঠিকানা খুঁজে নিয়ে পিএসজিতে যোগ দিয়েছেন তিনি।
তবে মেসিকে ধরে রাখতে বার্সেলোনা যথেষ্ট তৎপরতা দেখায়নি বলে দাবি হাউমে ইয়োপিসের। এস্পাই বার্সা প্রজেক্টের বোর্ড থেকে পদত্যাগ করা বার্সেলোনার এই সদস্যর দাবি করেন, রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেনতিনো পেরেজের ইচ্ছার কাছে নত হয়েছেন লপোর্তা। স্প্যানিশ একটি দৈনিকের বরাত দিয়ে বুধবার এমন তথ্য দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
এর পেছনে যুক্তি হিসেবে ইয়োপিস বলেন, মেসির বার্সেলোনা ছেড়ে চলে যাওয়াটা পেরেজকে সাহায্য করেছে। ভেবে দেখুন, এমবাপে এখন রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন।
আর এই কাজে পেরেজকে বার্সেলোনার নতুন সিইও ফেররান রেভেরতের সহায়তা করেছেন বলে দাবি ইয়োপিসের।
এ বিষয়ে পেরেজ বলেছেন, মেসির চলে যাওয়ার পেছনে আমার হাত আছে এটা অসম্ভব, বার্সেলোনার নেওয়া অন্য কোনো সিদ্ধান্তেও এমন কিছু নেই। ইয়োপিস যত তাড়াতাড়ি সম্ভব তার মিথ্যা বক্তব্য সংশোধন করবেন বলে আমি আশা করি।
সম্প্রতি লা লিগা তাদের ব্যবসার ১০ শতাংশ বেসরকারি ইক্যুইটি ফার্ম ‘সিভিসি ক্যাপিটাল পার্টনার্স’ এর কাছে বিক্রির উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের বিপক্ষে অবস্থান জানিয়েছে দুই প্রভাবশালী দল রিয়াল ও বার্সা। ইউরোপের ১২টি ফুটবল ক্লাব নিয়ে যে সুপার লিগের পরিকল্পনা করা হয়েছিল সেখান থেকে ৯টি ক্লাব সরে গেছে। তবে এখনো রয়ে গেছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস।
Posted ৫:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin