গ্যালাকটিকোস বানিয়েছিলেন রিয়াল মাদ্রিদের ফ্লোরেন্তিনো পেরেজ। নাসের আল খেলাইফি কি সেই দলকেও ছাড়িয়ে যাচ্ছেন! অবস্থাদৃষ্টে কিন্তু তেমনই মনে হচ্ছে। মেসি, নেইমার ও এমবাপ্পের আক্রমণভাগ ইউরোপের তো বটেই, ইতিহাসের অন্যতম সেরা লাইনআপ। শুধু আক্রমণেই নয়, পিএসজির পুরো একাদশই এখন তারকাময়। এমনকি তাদের বেঞ্চও অনেক নামি দলের চেয়ে বেশি আলো ছড়াবে। সে সঙ্গে এত দিনের প্রবল প্রতিপক্ষ সার্জিও রামোসের সঙ্গে একই দলে মেসির খেলাটাও কম আকর্ষণীয় হবে না!
পিএসজির আক্রমণভাগ এমনিতেই শক্তিশালী ছিল। নেইমার ও এমবাপ্পের যুগলবন্দিতে বিশ্বের বড় বড় ক্লাবের কাঁপন ধরে যেত। গত মৌসুমে তো নেইমারকে ছাড়াই ন্যু ক্যাম্পে গিয়ে বার্সেলোনাকে চার গোল দিয়ে এসেছিল তারা। এই আক্রমণভাগেই জোরেই গত বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল তারা। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল আন্দ্রেস মেসি। আর্জেন্টাইন জাদুকরের সঙ্গে বার্সায় থাকতেই নেইমারের বোঝাপড়াটা দারুণ। এই ত্রয়ীর কথা ভেবে এখনই যে ডিফেন্ডারদের ঘুম হারাম হওয়ার জোগাড়, তা আর বলার অপেক্ষা রাখে না। মেসির আগমনে বেঞ্চে বসতে হবে স্ট্রাইকার মাউরো ইর্কাদিকে। উইংয়ের একটি পজিশনের জন্য অ্যাঞ্জেল ডি মারিয়া ও জুলিয়ান ড্রেক্সলারের মধ্যে ভালো লড়াই হবে। অবশ্য ডি মারিয়াই এগিয়ে থাকবেন। ত্রয়ীর সঙ্গে ডি মারিয়ার সমন্বয়ে গড়া আক্রমণভাগ স্বপ্নের চেয়ে কম কিছু নয়।
একাদশ গড়তে গিয়ে গোলরক্ষক নির্বাচনেই কিন্তু সমস্যায় পড়তে পারেন পিএসজি বস মাউরোসিও পচেত্তিনো। এসি মিলান থেকে ক’দিন আগে যোগ দেওয়া দোন্নারোমাই হয়তো পোস্টের নিচে প্রথম পছন্দ হবেন। তবে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কেইলর নাভাসকে বেঞ্চে বসাতে কোচের খারাপই লাগবে। ঠিকই একইভাবে দু’জন সেন্টারব্যাক নিয়ে খেললে কপাল পুড়বে প্রেসনেল কিম্পেবের। সার্জিও রামোস ও মার্কুইনহোস নিশ্চিতভাবেই কোচের প্রথম পছন্দ হবেন। তবে ফরম্যাশন বদলে তিন সেন্টারব্যাক খেলালে জায়গা হবে কিম্পেবের। তাদের সঙ্গে ইন্টার থেকে এ মৌসুমে দলে আসা উইং-ব্যাক আশরাফ হাকিমি থাকছেন, রক্ষণের অন্য পাশে থাকতে পারেন বার্নাট বা কেহের। কোচ সবচেয়ে চ্যালেঞ্জে পড়বেন মিডফিল্ডে। লিভারপুল থেকে যোগ দেওয়া উইনালদমের একাদশে থাকাটা একপ্রকার নিশ্চিত। তার সঙ্গে মার্কো ভেরাত্তি বা লিওনার্দো পারেদেসের মধ্যে একজন খেলবেন।
Posted ৬:২৯ পূর্বাহ্ণ | বুধবার, ১১ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin