ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করেছে সেভিয়া। সেমিফাইনালে পিছিয়ে থেকেও ২-১ গোলে জয় তুলে মাঠ চেড়েছে স্প্যানিশ দলটি।
রোববার রেহেইনএনার্জি স্টেডিয়ামে সেভিয়ার হয়ে একটি করে গোল করেন সুসো ও লুক ডি জং। ম্যানইউর হয়ে একমাত্র গোলটি আদায় করেন ব্রুনো ফার্নান্দেজ।
জার্মানির মাঠে ম্যাচের নবম মিনিটে পেনাল্টির মাধ্যমে গোল তুলে নেন ইউনাইটেডের পর্তুগিজ তারকা ব্রুনো। যদিও ২৬ মিনিটের মাথায় সেভিয়াকে সমতায় ফেরান স্প্যানিশ উইঙ্গার সুসো।
১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ। গোল আদায় করতে দুই দলই মরিয়া হয়ে উঠে। যদিও শেষ পর্যন্ত ৭৬ মিনিটে গোল তুলেন বদলি হিসেবে নামাড ডাচ স্ট্রাইকার লুক ডি জং।
সোমবার রাতে টুর্নামেন্টের আরেক সেমিতে মুখোমুখি হবে ইটালিয়ান জায়ান্ট ইন্টার মিলান ও ইউক্রেনিয়ান ক্লাব শাখতার দোনেৎস্ক। এই ম্যাচে জয়ীরা আগামী ২১ আগস্ট রাতে ফাইনালে নামবে পাঁচবারের শিরোপার জয়ী সেভিয়ার বিপক্ষে।
Posted ৪:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin