গুঞ্জন উঠেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সমাপ্ত না করেই যুক্তরাষ্ট্র চলে যাবেন সাকিব আল হাসান। পরে শোনা গেল বিষয়টি গুজব। টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র গেলেন এই অলরাউন্ডার। বুধবার দিবাগত রাত ১টায় এমিরেটসের ‘ইকে ৫৮৫’ ফ্লাইটে করে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছেন তিনি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওয়াসিম খান। তিনি জাতীয় দলের ক্রিকেটারদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে উপস্থিত থেকে সব ধরণের আনুষ্ঠানিকতা সম্পাদনে সাহায্য করেন।
আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। কিউইদের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। এর আগে ২৯ আগস্ট সাভারের বিকেএসপিকে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ব্ল্যাকক্যাপরা। পাঁচটি টি-টোয়েন্টি হবে ১০ দিনে। সেই সফর সামনে রেখে দ্রুতই ফিরতে হবে সাকিবকে।
ঘরের মাঠে অজিদের বিপক্ষে দুর্দান্ত একটি সিরিজ কাটিয়েছেন সাকিব। ব্যাটে-বলে অসাধারণ পারফর্ম করে হয়েছেন সিরিজসেরা। এছাড়া এই পারফর্মের সুবাদে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে ফের শীর্ষে উঠেছেন তিনি।
Posted ৮:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin