বর্তমান করপোরেট কর কাঠামো বাস্তবসম্মত নয় উল্লেখ করে এই করহার কমিয়ে যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।
জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। এ সময় ভ্যাটসংক্রান্ত জটিলতা ধীরে ধীরে কাটছে উল্লেখ করে বর্তমান ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ নির্ধারণের পক্ষে যুক্তি তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমন বলেন, এনবিআর ভ্যাট আদায় কাঠামো অটোমেশনের যে উদ্যোগ নিয়েছে এতে যেমন রাজস্ব আদায় বাড়বে, ভ্যাটদানের ভীতি দূর হবে তেমনি রাজস্ব কর্মকর্তাদের মধ্যেও জবাবদিহির জায়গা তৈরি হবে।
ব্যবসাবান্ধব ভ্যাট ও করপোরেট কর কাঠামো তৈরিতে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করে যাচ্ছে বলে জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানান, এই করোনাকালেও রাজস্ব আদায় ইতিবাচক প্রবৃদ্ধিতে রয়েছে। এ ছাড়া ভ্যাট দানে আগ্রহী করতে প্রচারণা আরও আগে থেকে বাড়াতে পারলে করজাল ও কর আদায়ের পরিমাণ আরও বাড়ত বলেও জানান এনবিআর চেয়ারম্যান।
বর্তমানে বেশির ভাগ প্রতিষ্ঠানের জন্য করপোরেট করহার ৩৫ শতাংশ। অনেক প্রতিষ্ঠানের জন্য এই হার ৪০ শতাংশের বেশি। তবে তৈরি পোশাক শিল্পে এই করপোরেট করহার ১২ শতাংশ এবং পোশাক খাতের সবুজ প্রতিষ্ঠানের জন্য তা ১০ শতাংশ।
Posted ৫:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin