নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির এক সদস্যকে রাজধানীর কোতোয়ালী থানা এলাকা থেকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আটক সদস্যের নাম মো. সালেক ওরফে আবু সালেক (১৯)।
কোতয়ালীর বাবু বাজার ব্রিজ এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সিটিটিসির সিনিয়র সহকারী কমিশনার শেখ ইমরান হোসেন জানান, আটক সালেক সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্য অনলাইন নেটওয়ার্কিং অ্যাপস ব্যবহারের মাধ্যমে অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করতো। তারা সংগঠনের কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সদস্য সংগ্রহ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। আটক তরুণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান কমিশনার শেখ ইমরান হোসেন।
Posted ৯:০৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin