রাজধানীর দক্ষিণখান এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রিপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে দক্ষিণখানের আশিয়ান সিটিতে এ ঘটনা ঘটে।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং বুধবার এক ক্ষুদে বার্তায় এ ঘটনার বিষয়ে জানিয়েছে। র্যাব জানায়, নিহত ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী।
অভিযানের বিষয়ে র্যাব জানায়, রাত ৩টার দিকে আশিয়ান সিটি ফাঁকা মাঠে ৪-৫ জন মাদক ব্যবসায়ীর উপস্থিতির খবর পেয়ে র্যাবের টহল টিম সেখানে অভিযানে যায়। মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে একজন র্যাব সদস্য আহত হন। জবাবে র্যাব পাল্টা গুলি ছুড়লে রিপন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
র্যাব আরও জানায়, এসময় ঘটনাস্থল থেকে বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
Posted ৬:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জুলাই ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin