রাজশাহীতে হেরোইনসহ গোদাগাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফাকে আটক করেছে র্যাব।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার সকালে গোদাগাড়ীর মহিশালবাড়ি এলাকায় অপারেশন পরিচালনা করে মাদক সম্রাট মোফাজ্জল হোসেন মোফাকে এক কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, কাউন্সিলর মোফা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Posted ৬:০০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin