ধানমন্ডির রাপা প্লাজায় রাজলক্ষ্মী জুয়েলার্সে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। কী পরিমাণ স্বর্ণ চুরি হয়েছে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি, জানিয়েছে পুলিশ।
রোববার (০৭ ফেব্রুয়ারি) এই বিষয়ে কথা হয় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়ার সঙ্গে।
তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাপা প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত রাজলক্ষ্মী জুয়েলার্স। ধারণা করা হচ্ছে, শনিবার দিনগত রাত ২টার পরে এই চুরির ঘটনা ঘটে।
তিনি আরও জানান, দ্বিতীয় তলায় দোকানের পাশে একটি লেডিস টয়লেট আছে। ওই টয়লেটের গ্রিল আমরা ভাঙা দেখতে পেয়েছি। ওই দোকান থেকে আনুমানিক ১০০ ভরির বেশি স্বর্ণ চুরি হয়ে থাকতে পারে। এ বিষয়ে নিরাপত্তাকর্মীসহ দুই একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Posted ৬:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin